অর্থশাস্ত্রের পাতার ছায়ায় এঁকেছি
সম্ভাব্য উৎপাদন রেখা–
আনুভূমিক রেখেছি ব্রেড উলম্বে আর্মস;
পড়েছি,
সামাজিক পছন্দের নিরপেক্ষ রেখা–
খাদ্য ও যুদ্ধের আপেক্ষিক উপযোগ-বিন্দু;
তুলনামূলক সুবিধা তত্ত্ব বুঝতেও
ধরে নিয়েছি কাল্পনিক সমীকরণ–
কতটুকু ক্ষুধার বিনিময়ে পাব কয়টা ট্যাংক;
সেন অমর্ত্য সূচকেও মেপে দেখেছি জীবন–
ওয়ার ভার্সাস ফেমিন;
এখন আর কোনো শাস্ত্র পড়তে হয়না–ও নিজেই
এসে সসম্মানে আমাকে নিয়ে যায় সাগরপাড়ে;
এখন নয়নজলে দেখি উজানভাটি,
দেখি ভিটাবাড়ির চারিপাশ–
রোদে ভিজলেও যা
বৃষ্টিতে পোড়লেও তা;
এখন সময়টা আসলে–
ঘূর্ণিঝড়ে বৃক্ষের পতন,
ডালপালা পাতা শিকড়ের কান্না!
প্রকাশকাল: ১০ অক্টোবার ২০২৫
আরএন