পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নয়টি ওয়ার্ড একযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৮ নং ওয়ার্ডের উত্তর প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষপতিপাড়া গ্রামের অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দেন।
এসব কর্মী সমাবেশ ও সদস্য সংগ্রহ অভিযানে বক্তারা বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে ধরে এর ব্যাপক প্রচার চালানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তাও জানাতে হবে।
পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলে এলাকাভিত্তিক কি কি উন্নয়ন করা হবে তা নিয়ে প্রচারণা চালাতে হবে। কোন এলাকায় কি কি সমস্যা আছে তা নিরুপণ করতে হবে। এসব কর্মসূচি নিয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনসহ জনগণকে সম্পৃক্ত করে ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিকে নির্বাচিত করা নিশ্চিত করতে হবে।
বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকাভিত্তিক জনসেবামূলক কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নিজেরাই এসব অনুষ্ঠানের আয়োজন করেন।
এসব ওয়ার্ডে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজ রহমান বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান শাহজাহান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহজাহান খান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এ কালাম প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এসব কর্মী সমাবেশে ওয়ার্ড বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বেচ্ছায় উপস্থিত ছিলেন।
এসআই/এমএ