সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি পাইরোলাইসিস কারখানায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিনা অনুমতিতে এবং অবৈধভাবে পরিবেশের জন্য ক্ষতিকর টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরিকারী ৪ টি পাইরোলাইসিস কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাগুলো অসাধু উপায়ে ফার্নেস অয়েল তৈরির ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।
এ ঘটনায় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই এলাকার অবৈধ কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা। অভিযানে চারটা কারখানা মালিককে নগদ চার লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার। এছাড়া কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্রুত সেগুলো বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সাভার উপজেলাকে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর থেকে এয়ার ডিগ্রেডেড শেড ঘোষণা করেছে। তাই যতদিন এই এলাকায় বায়ুর মানমাত্রা সহনীয় পর্যায়ে না আসবে ততদিন আমাদের অভিযান চলমান থাকবে। কোন অবস্থাতেই অবৈধ ফ্যাক্টরি থাকতে চলতে দেয়া হবে না।
অভিযানে এসময় পল্লী বিদ্যুৎ, থানা পুলিশ ও প্রশাসনের লোকজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ওএফ/এসআর