জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকায় অবস্থিত জাহঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আইনজীবী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দখল বাণিজ্য রোধ, মাদক মুক্ত সমাজ গড়া হবে। এছাড়াও জনকল্যাণমুখী কাজ ও রাস্তাঘাটসহ সকল উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে জাতির সামনে স্বচ্ছ জবাবদিহিতা করবেন বলেও জানান তিনি।
আয়োজিত সমাবেশে এসময় এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলার প্রচার সেক্রেটারি আসাদুজ্জামান জীম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা প্রমুখ।
ওএফ/এসআর