Saturday | 11 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 11 October 2025 | Epaper
BREAKING: চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের      আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা      দেশে ফিরলেন শহিদুল আলম      দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা      শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা      নির্বাচন ছাড়া গণতন্ত্রের বিকল্প কোনো পথ নেই: মির্জা ফখরুল      সবজির দাম এখনো উচ্চ পর্যায়ে       

সিলেট বিভাগে ১ নভেম্বর রেলপথ অবরোধের ঘোষণা

Published : Friday, 10 October, 2025 at 10:25 PM  Count : 75

সিলেট বিভাগের রেলপথ উন্নয়ন ও অবকাঠামোগত ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন আবারও তীব্র হয়ে উঠেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় এ ইস্যুকে কেন্দ্র করে আগামী ১ নভেম্বর সিলেট বিভাগব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তারা স্পষ্ট জানান, ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সকল রেলপথে অবরোধ শুরু হবে। বৈঠক শেষে আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে কুলাউড়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিলও করেন।

বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন— সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।

রেলওয়ের পক্ষে বৈঠকে অংশ নেন— ডিসিও ঢাকা মো. মহব্বতজান চৌধুরী, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম, কুলাউড়ার টিআই (টি) শাহাজান পাঠওয়ারী সাজুসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা।

আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই বলেন, রেলওয়ে কর্মকর্তারা কেবল আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা এসব আশ্বাস প্রত্যাখ্যান করছি।

তারা সিলেট বিভাগের সাধারণ জনগণকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেন। তখন রেলওয়ের ডিআরএম মো. মহিউদ্দিন আরিফ ১৫ দিনের মধ্যে আলোচনা করার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।


এসআর/আরএন
সম্পর্কিত   বিষয়:  সিলেট   কুলাউড়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close