স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে আরও উন্নতি হবে।
শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু সড়কে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেইফ এক্সিট প্রসঙ্গে তিনি বলেন, অনেকে নানা কথা বলতেই পারেন, প্রশ্ন তো থামানো যায় না। তবে বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গা পূজায় যারা অসুরের মুখে দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা জিডি করেছি। আইনের আওতায় আনতে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। যারা এই অপকর্ম করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন, কিছু ফ্যাসিস্ট এবং তাদের সাথে কিছু ‘সুপার ফ্যাসিস্ট ইনটেলেকচুয়াল’ আছে, যারা এসব কর্মকাণ্ডে ইন্ধন দেয়। এরা যেন আর কোনোভাবেই ইন্ধন দিতে না পারে, সে জন্য আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। হিন্দু ধর্মের যেসব গুরু ও নেতারা আছেন, তাদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পূজনীয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মিভদন্ত রতনশ্রী মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, অব. ব্রিগেডিয়ার জেনারেল মো. তানভীর ইকবালসহ আরও অনেকে।
ওএফ/আরএন