Friday | 21 November 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 21 November 2025 | Epaper
BREAKING: বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন      মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ      ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন আনা হবে: আসিফ নজরুল      তারেক রহমানের জন্মদিন আজ      রাঙামাটিতে আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত; হরতাল প্রত্যাহার      দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬      ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন      

আসছে তৌফিক সুলতানের নতুন বই ‘ওয়ার্ল্ড অব নলেজ’

Published : Monday, 29 September, 2025 at 12:49 PM  Count : 187

তরুণ লেখক ও গবেষক তৌফিক সুলতানের নতুন গ্রন্থ ‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। জ্ঞান, দর্শন, বিজ্ঞান ও মানবজীবনের নানা দিক নিয়ে রচিত এ বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী।

গাজীপুরের কাপাসিয়ার বারিষাব গ্রামে জন্ম নেওয়া তৌফিক সুলতান শিক্ষক, গবেষক ও সমাজসেবক হিসেবে পরিচিত। জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়মিত লেখালেখির সুবাদে তিনি পাঠকমহলে ইতোমধ্যেই পরিচিত নাম। তার লেখায় ইসলামী মূল্যবোধ, মানবিক দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞানের বিশ্লেষণ এক অনন্য মেলবন্ধনে ধরা দেয়।

প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই গ্রন্থটি উন্নতমানের কাগজে ছাপা হবে, থাকবে রঙিন কভার ও হার্ডবোর্ড বাঁধাই। খুব অল্প সময়ের মধ্যেই এটি বাজারে পাওয়া যাবে।

বইয়ের বৈশিষ্ট্য
এই গ্রন্থ কেবল একটি পাঠ্যবই নয়; বরং জ্ঞানের এক বিস্তৃত ভাণ্ডার। এখানে স্থান পেয়েছে- প্রাচীন সভ্যতার শিক্ষা, নবীদের জীবন থেকে অনুপ্রেরণা, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, দর্শন ও মনোবিজ্ঞানের ভাবনা, মানবজীবনের নৈতিক ও বাস্তব দিক।

ছাত্র, শিক্ষক, গবেষক থেকে শুরু করে সাধারণ পাঠক- সবাই বইটি থেকে নতুন চিন্তার দিগন্ত উন্মোচনের অনুপ্রেরণা পাবেন বলে প্রত্যাশা প্রকাশ করেছেন প্রকাশক।

নিজের বই প্রসঙ্গে তৌফিক সুলতান বলেন, 'বাংলাদেশ উন্নয়নের পথে এগোচ্ছে, তবে প্রকৃত উন্নতির জন্য প্রয়োজন জ্ঞানচর্চা, চিন্তার বিকাশ ও সৃজনশীলতা। একটি কলম পারে জাতিকে জাগাতে, একটি চিন্তা পারে প্রজন্মকে আলোকিত করতে। শিক্ষা যদি শুধু সার্টিফিকেট অর্জনে সীমাবদ্ধ থাকে, তবে তা সমাজকে পরিবর্তন করতে পারে না। প্রকৃত শিক্ষা তখনই কার্যকর হয়, যখন তা সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিকতার পথে পরিচালিত করে।'

তিনি আরও বলেন, 'আজকের তরুণদের পাঠ্যবইয়ের বাইরে বহুমাত্রিক জ্ঞানচর্চায় আগ্রহী হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাসের শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই গড়ে উঠবে সুশিক্ষিত প্রজন্ম। আমার বই ‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ সেই ভাবনা থেকেই লেখা। আমি চাই, তরুণরা এ বই পড়ে শুধু জ্ঞানপিপাসু হোক না, বরং মানবতার কল্যাণেও কাজ করুক।'

প্রকাশক ও লেখক দু'জনেরই বিশ্বাস, ‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ আধুনিক যুগের চাহিদা মেটাতে এক অনন্য সংযোজন হবে। জ্ঞান, মানবতা ও সৃজনশীলতার সমন্বয়ে সাজানো এ গ্রন্থ পাঠকের চিন্তাকে নতুন ভাবে জাগ্রত করবে এবং অনুপ্রেরণা জোগাবে।

আরএস/এমএ
সম্পর্কিত   বিষয়:  তৌফিক সুলতান   World of Knowledge – জ্ঞানের জগৎ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close