রাইটার্স ফর পিস কমিটির উপদেষ্টা বোর্ডের সদস্য হয়েছেন কথাশিল্পী মুহাম্মদ মহিউদ্দিন।
পেন বাংলাদেশ জানায়, লেখক ও পেন বাংলাদেশের সাবেক মহাসচিব মুহাম্মদ মহিউদ্দিন আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের ‘রাইটার্স ফর পিস কমিটির উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
এর আগে মুহাম্মদ মহিউদ্দিন পেন ইন্টারন্যাশনালের রাইটার্স ইন প্রিজন কমিটির স্টিয়ারিং কমিটিতে ৩ বছর দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি পেন ইন্টারন্যাশনালের বিভিন্ন কংগ্রেস ও কমিটির সম্মেলনে দক্ষিণ কোরিয়া (২০১২), ভারত (২০১৮), থাইল্যান্ড (২০১৯), ফিলিপাইন (২০১৯), ফ্রান্স (২০২০), সুইডেন (২০২২), ক্রোয়েশিয়া (২০২৩), এবং পোল্যান্ড (২০২৫) এ বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছেন।
সাহিত্যচর্চা, বৌদ্ধিক সহযোগিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ১৯২১ সালে লন্ডনে আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ‘পেন ইন্টারন্যাশনাল’ প্রতিষ্ঠিত হয়।
কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিনের ১০টি উপন্যাস, ৬টি গল্পগ্রন্থ এবং ৩টি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি বাংলা ভাষার একমাত্র গর্ভবিষয়ক মাসিক পত্রিকা ‘গর্ভধারার’ সম্পাদক ও প্রকাশক।
এসআর