সিংড়ার চলনবিলে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দলছুট দুটি মুখপোড়া হনুমান। গত তিন দিন ধরে উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর, চক বলরামপুর, ছোট কালিকাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় হনুমান দুটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
হনুমান দুটি দেখতে বেশ শান্ত প্রকৃতির মনে হলেও উৎসুক জনতার ভিড়ের কারণে কখনও গাছের উঁচু ডালে, আবার কখনও বাড়ির টিনের চালে আশ্রয় নিচ্ছে। অবসরে তাদের পেয়ারা বাগানে বিশ্রাম নিতে দেখা গেছে। দেখলে মনে হয়, দুটির মধ্যে গভীর সখ্যতা গড়ে উঠেছে।
চক বলরামপুর গ্রামের সাজেদুল ইসলাম বলেন, “উৎসুক জনতার ভিড়ে প্রাণী দুটি আমার বাড়ির মেহগনি গাছে আশ্রয় নিয়েছে। এর আগে গতকাল চামারী ইউনিয়ন পরিষদ এলাকায় তাদের দেখা যায়। পরে মানুষের বিরক্তির কারণে সেখান থেকে চলে আসে।”
তিনি আরও জানান, অনেকেই হনুমান দুটিকে কলা, বিস্কুট ও রুটি ছুড়ে দিচ্ছেন, ফলে ভয়ে প্রাণীগুলো দৌড়াদৌড়ি করছে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “পরিবেশগত বিপর্যয় ও খাদ্যসংকটের কারণে এই প্রাণীগুলো মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। পরে আবার তাদের নিজস্ব আবাসস্থলে ফিরে যায়। এ ধরনের দলছুট হনুমানকে বিরক্ত করা যাবে না।”
তিনি আরও জানান, পাখি ও বন্যপ্রাণী রক্ষায় তারা এক যুগ ধরে চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন এবং মানুষকে সচেতন করছেন। প্রাণী দুটিকে বিরক্ত না করার জন্য স্থানীয় পরিবেশকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, “দলছুট হয়ে তারা এখানে এসেছে। প্রাণী দুটিকে বিরক্ত করা যাবে না, কোনো খাবারও দেওয়া যাবে না। প্রকৃতির নিয়মেই দলছুট হয়ে তাদের এ আসা-যাওয়ার ঘটনা ঘটে থাকে।”
এসআই/আরএন