ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।
সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে যানবাহনযোগে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিম পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের টহল দল পৃথক অভিযান পরিচালনা করে ১টি ব্যাটারিচালিত ইজিবাইক, ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড ও ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করে।
জব্দকৃত যানবাহন ও মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম বলেন, “বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালান পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এমএস/আরএন