পাবনার ঈশ্বরদীতে 'ত্যাগীদের বাদ রেখে নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগে গভীর রাতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠে শহর। প্রতিবাদ বিক্ষোভ ও জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ১২টায় সরকারি কলেজ ছাত্রদল শাখার বর্তমান ও সাবেক কমিটির একাংশের নেতাকর্মীসহ পদবঞ্চিতদের আয়োজনে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্র ঘোষিত ঈশ্বরদী সরকারি কলেজ শাখার নতুন কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় কঠোর আন্দোলন হবে বলে ঘোষণা দেন তারা।
অপরদিক গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ছাত্রদলের আরেকটি বৃহৎঅংশ কমিটি বাতিলের দাবিতে শহরের বিভিন্ন সড়ক ও সরকারি কলেজ ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন এবং প্রতিবাদ সভা করে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দলের একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিজস্ব প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যদের একটি আংশিক কমিটি নাম ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর রয়েছে। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মসম্পাদক শ্রাবণ আহমেদ, সাবেক যুগ্নসম্পাদক শ্যাম আগারওয়ালা ভিকি, বর্তমান কমিটির প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ, উপজেলা কমিটি সদস্য ইব্রাহিম হোসেন প্রমুখ।
সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কোন কিছুর বিনিময়ে অযোগ্যদের দিয়ে হঠাৎ করে কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপ্রবেশকারী রয়েছে। ছাত্রদল নেতারা এসময় সরকারি কলেজের নতুন কমিটিকে 'অবৈধ' ও 'অবাঞ্ছিত' ঘোষণা দেন।
আজ বুধবার দুপুরে পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স ডেইলি অবজারভার'কে জানান, কেন্দ্রীয় কমিটি খোঁজখবর ও তদন্তে মাধ্যমে এই কমিটি ঘোষণা দিয়েছেন। এখানে জেলা কমিটির কিছু করার নেই। তবে নতুন কমিটিতে সাংগঠনিকভাবে দক্ষ আরও অনেকেই থাকলে ভালো হতো। শুনেছি অনেকে বাদও পড়েছেন। এতে তাদের হতাশ হওয়ার কিছু নেই, আগামী কমিটিতে দক্ষদের অন্তর্ভুক্তির জন্য চেষ্টা করা হবে।
তিনি বলেন, নতুন কমিটিতে ছাত্রলীগের কেউ থাকলে তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
কেএমএইচ/এসআর