নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আওতায়, ১৫০টি কৃষক পরিবারে বসতবাড়ির জন্য বেগুন, মুলা, লাউ, মটরশুটি, পালংশাক, লালশাক ও বাটিশাকের বীজ এবং ২৫০ জন কৃষকের মাঠে চাষের জন্য লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসার বীজ ও ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান ও ইমরান হাসান, পরিবেশকর্মী অধ্যাপক হারুন অর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তিরাণী, হুমাইরা জান্নাত, শামীমা আক্তার প্রমুখ।
এসআই/আরএন