পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্রাম আদালতের মাধ্যমে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত “গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান গ্রাম আদালতের জেলা ম্যানেজার রুবি আক্তার।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার রুবি আক্তার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. অগ্নিশিখা, ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
জেলা ম্যানেজার তার বক্তব্যে জানান, দেবীগঞ্জে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রাম আদালতে মোট ৩৯০টি অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা, যার মধ্যে ৩৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, “এই অগ্রগতি গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির ইতিবাচক দিক নির্দেশ করে।”
সভায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, অর্জিত শিক্ষা, দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো—স্থানীয়ভাবে সহজে, কম খরচে ও দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।”
এইচআর/আরএন