ময়মনসিংহের ভালুকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
বুধবার (২২ অক্টোবর) সকালে থেকে ময়মনসিংহ র্যাব-১৪'র এএসপি লুৎফার নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এই অভিযান চালায়।
জানা যায়, অভিযানের সময় মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকায় সেগুলো আটক করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, যানবাহনের ফিটনেস ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের সচেতন করতেও এই অভিযান পরিচালিত হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমিয়ে আনতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব সদস্যরা জানান।
অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ শাহা ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সাধারণ যাত্রী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। নিয়মিত অভিযান হলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভালুকায় আজকের এই বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।
এএস/এসআর