| BREAKING: |

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গড়ে তুলতে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই লিফলেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনের স্থানীয় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিজানুর রহমান সিনহা বিভিন্ন যানবাহন চালক, পথচারী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন। লিফলেট বিতরণকালে তিনি ‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
এর আগে বালিগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করার গুরুত্ব তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে দলীয় স্বার্থে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। সঞ্চালনায় ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাকলাদার অপু এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএইচ/আরএন