শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ এই সম্মানিত ব্যক্তিরা ভোট চুরির মতো জঘন্যতম অপরাধেও জড়িয়ে পড়েছেন। বিগত দিনে দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, একটি জাতিকে ধ্বংস করতে দুটি জিনিস যথেষ্ট। তার একটি হলো সংস্কৃতি, যেখানে মানুষ সারাক্ষণ নাচ-গান ও সিরিয়ালের মধ্যে সময় কাটায়। আর দ্বিতীয়টি হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এতে দেশের কোনো সাংবাদিক, শিক্ষক, ডাক্তার বা বিজ্ঞানী তৈরি হবে না। অর্থাৎ একটি অর্থবহ জাতি গঠিত হবে না।
তিনি আরও বলেন, ১৯৭২ সালের পর এমপিওভুক্ত শিক্ষকদের সম্মানিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে শিক্ষক ও কর্মচারীদের যথাযথ সম্মান দেওয়া হবে এবং তাদের দাবি পূরণে বিএনপি সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস.এম. রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওহেদুর রহমান রিপন, যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
জিএম/আরএন