জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবীর তালুকদার শামীম ছাড়া অন্য কাউকে বিএনপির মনোনয়ন দিলে হরতাল-অবরোধসহ আধাঘণ্টার নোটিশে সংসদীয় এলাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এ হুঁশিয়ারি দেন। তিনি মনোনয়নপ্রত্যাশী ফরিদুল কবীর তালুকদার শামীমের সহোদর বড় ভাই।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে আরামনগর বাজারে শামীম তালুকদারের সমর্থনে মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ফয়জুল কবীর তালুকদার শাহীন বক্তব্য রাখেন।
এসময় তিনি অন্য মনোনয়নপ্রত্যাশীকে অতিথি পাখি ঈঙ্গিত করে বলেন, "বহু পাখি শীতকালে আগমন ঘটে। শীত চলে যায়, অতিথি পাখিও চলে যায়। এরকম অতিথি পাখির স্থান সরিষাবাড়ীতে হবে না।"
তিনি বলেন, "শামীম তালুকদার ব্যতিরেকে অন্য কোনো প্রার্থীকে আমরা গ্রহণ করবো না।"
চিহ্নিত কিছু লোককে বিশৃঙ্খলাকারী-অপশক্তি উল্লেখ করে তিনি বলেন, "সরিষাবাড়ীতে কেউ অশান্তি সৃষ্টি কইরেন না। যদি করেন ১০ মিনিট টিকতে পারবে না।”
তবে নিজেদের কর্মীসমর্থকদের বিশৃঙ্খলা-হট্টগোল না করার জন্য আহ্বান জানিয়ে শাহীন তালুকদার বলেন, "আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ধানের শীষ শামীম তালুকদারই পাবে। এটা ব্যতিরেকে আমরা অন্য কাউকে মানবো না। কেউ যদি অশান্তি করে আমরা হরতাল-অবরোধ করবো। আপনারা প্রস্তুত থাকবেন, যেন আধাঘণ্টার নোটিশে এই বাজার বন্ধ করে, রেলপথ-সড়কপথ সব বন্ধ করে দিতে পারি।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
সমাবেশপূর্ব মিছিলের স্লোগানে প্রতিপক্ষের সমর্থকদের ঈঙ্গিত করে এলডিপি-আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়।
উল্লেখ্য, জামালপুর-৪ আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীকের একক প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তাঁরই চাচাতো বোন সালিমা তালুকদার আরুনী মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামেন। এরপর রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়।
সালিমা তালুকদার আরুনী বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের কন্যা। ফলে তাঁর হাইকমান্ডে লবিং শক্তিশালী বলে বিভিন্ন সূত্র জানায়। তবে তৃণমূল থেকে উঠে আসা ফরিদুল কবীর তালুকদার শামীম দুঃসময়ে পরীক্ষিত নেতৃত্ব হিসেবে মাঠে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে, তিনিও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন পেতে।
জেডজেড/ এসআর