মেট্রোরেল মেট্রোরেল চলো উপর দিয়া
দেশকে তুমি বিদেশ বানাও এসির বাতাস দিয়া।
রাস্তায় চলতে যানজট ভ্যাপসা গরম বাসে
তেল যায় সময় যায় তাতে কী আর আসে;
রাস্তার মত রাস্তা যত সামনে পরে থাকে
রাগারাগি করছে মানুষ রিক্সার ফাঁকে ফাঁকে।
মেট্রোরেলের জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে
বেকার হচ্ছে রিক্সাওয়ালা মতিঝিল ছাড়ছে;
মিরপুরবাসী বলে না এখন চলো ঢাকায় যাই
মেট্রোরেলে ঠ্যালাঠেলি এসির বাতাস খাই।
মেট্রোরেল বিদ্যুৎ খাবে হবে কত অপচয়
মুখরোচক কত কথা মুখে মুখেই রয়ে যায়;
শখ করে মানুষ এখন মেট্রোরেলে চড়ে
অনেকেই জন্ম উৎসব নানা বগিতে করে।
উন্নত বিশ্বের সেবা মেট্রোরেলে পাচ্ছে
এই বাহনে যাত্রীর সংখ্যা কেবলই বাড়ছে;
দেশবাসীর স্বপ্নের বাহন মেট্রোরেল এখন
উত্তরা থেকে মতিঝিল আসছে যখন তখন।
আরএন