মহাবিশ্বের সবচেয়ে বড় কবিরাজ আমি
সকল রোগের মহৌষধ জানি ধ্বনন্তরি;
জানলেও, একটি কথা কানে কানে বলি,
সেরে ওঠার সিরাপ বড়ি সুঁই সবাইকে দেইনি;
কোনো কোনো ক্ষত, যদিও আমাই সৃষ্টি, বিধাতার দয়া
বাঁচিয়ে রাখি, রক্ত-পুঁজ ছাড়া কিছুই যে মুখে রোচে না;
আমাকে অমানুষ বলতেই পারেন, স্বাধীনতা আপনার
কামান বন্দুক বোমার নীচে অবাধ সুযোগ পিষ্ট হবার;
আবারো মনে করিয়ে দেই, একান্ত কর্তব্য জেনে বলছি
ফুলের ভালোবাসা মায়া- সে তো জীবাণু ছড়ায়, মাছি;
আমার একান্ত সাথী বন্ধু স্বজন, পরম আত্মীয়ও বটে, আছে সামান্য অহং ‘পছন্দের একমাত্র কওম’,ও বলে;
‘ইনভেসিভ এলিয়েন’- আমার পোষা কুকুর অথবা
আমি তার, পরস্পর স্থান বদলাই প্রয়োজন যখন যা;
একদল নপুংসক কম্পাউন্ডার সবসময় রাখি সাথে
শাদা নিশান উড়িয়ে মলম লাগায় ঘায়ের আশেপাশে;
মাছির দল সামান্য দূরে দাঁড়িয়ে সান্ডার তেল মাখে
ফুল পোড়া গন্ধ মিশেল আতরের স্বর্গীয় সুবাস শুঁকে;
এ সবই আমার হেকিমী হিকমত- প্রভুর দেওয়া দান,
ইবলিশের বংশ বিস্তারে শূন্য করি- গাজার ময়দান।
এমএ