রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিহত আশরাফ আলী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন — সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে আব্দুল আলিম, মোজাম্মেল শেখ, আব্দুর রউফ এবং মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মোঃ আবু বক্কার।
এছাড়া দুই বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন একই গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে আব্দুল্লাহ এবং আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোঃ আমির হামজা শেখ ও মোছাঃ লিলি খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আব্দুল আলিম শেখ গংদের সঙ্গে আশরাফ আলীর রাস্তা নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে তারা লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। এ সময় আশরাফ আলীর মাথার পেছনের হাড় ভেঙে যায়।
স্থানীয়রা আশরাফ আলীকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার দুই দিন পর (১১ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
এবি/আরএন