মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় দায়ের করা তিনটি হত্যাসহ দশটি মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন সাগরকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
অপর গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাগর মিয়ার রিমান্ড শুনানি এখনও হয়নি। মামলার নথি আদালতে না পৌঁছায় পরবর্তী দিন রিমান্ড শুনানি হবে বলে মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া জানিয়েছেন।
এর আগে দুপুর ১২টায় মুন্সীগঞ্জ থানার সামনে সাজ্জাত সাগরের ফাঁসির দাবিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বিক্ষোভ করেন। দুপুর দেড়টায় সাজ্জাত সাগর ও সাগর মিয়াকে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে সাজ্জাত সাগরকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা ডিম ছুঁড়ে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে, যা ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্টে মুন্সীগঞ্জে তিনটি হত্যাকাণ্ডে নেতৃত্বদানের পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছিলেন সাজ্জাত সাগর। সেই সময় মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বর এলাকায় ছাত্র-জনতার উপর গুলি চালানো হয়। এতে সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল নামে তিনজন দিনমজুর নিহত হন, আর দুই শতাধিক আহত হন।
ঢাকা মহানগরের ডেমরা এলাকা থেকে ২২ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ সাজ্জাত সাগর ও সহযোগী গ্রেপ্তার করে। সাজ্জাত সাগর মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। অপর গ্রেপ্তারকৃত সাগর মিয়া নিষিদ্ধ ঘোষিত মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় সাজ্জাত সাগরের বিরুদ্ধে তিনটি হত্যাসহ দশটি মামলা রয়েছে।
এমএইচএস/এসআর