সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO) কর্তৃক তিন দিনব্যাপী অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে।
২১ অক্টোবর শুরু হওয়া এই অডিট আজ (২৩ অক্টোবর) শেষ হয়েছে।
অডিট পরিচালনা করেন ICAO Global Aviation Training (GAT) তথা Trainair Plus এর অডিটর মি. হার্ভে টুরন। অডিটের সময় সিভিল এভিয়েশন একাডেমির সকল টেকনিক্যাল কোর্সের পরিচালনা পদ্ধতি, কারিকুলাম, সিলেবাস প্রণয়ন, প্রশিক্ষণে ব্যবহৃত টেকনিক্যাল যন্ত্রপাতি ও সিমুলেটর সরঞ্জামের আপডেট ও সংযোজনসহ বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এছাড়া একাডেমির আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন দিকও যাচাই করা হয়।
অডিটে ICAO Certified Instructor এবং একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এর তত্ত্বাবধানে একাডেমির বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অডিট শেষে মি. হার্ভে টুরন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এর সাথে সাক্ষাৎ করেন। তিনি সিভিল এভিয়েশন একাডেমির আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের কার্যকর ভূমিকার সন্তুষ্টি প্রকাশ করেন এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য যুগপোযোগী ট্রেনিং-নিড-এনালাইসিস পরিচালনার পরামর্শ দেন।
একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, এই অডিটের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রশিক্ষকের মান আরও উন্নত হবে। অডিটে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে একাডেমির উন্নয়ন কার্যক্রমে প্রতিফলিত হবে। উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে দক্ষিণ এশিয়ার একমাত্র ICAO Trainair Plus GOLD MEMBER হিসেবে স্বীকৃত।
এসআর