ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দুরা ডাকবাংলা মাঠের দক্ষিণ পাশে প্রবাসী হাবুল মিয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের একটি লাইন রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় লোহার রড দিয়ে কাজ করার সময় রডটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।
চান্দুরা কালিসীমা এলাকার ইউপি সদস্য মো. আবু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (২৫) নামে এক শ্রমিক মারা গেছে।
আহত শ্রমিক মো. হোসাইন (২৫), পিতা মো. আওলাদ আলী, গ্রাম উত্তর তেলিপাড়া, থানা ওসমানীনগর, জেলা সিলেট — তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহত শ্রমিক মো. কাউসার (২৬), পিতা হায়দার আলী, একই থানার বাসিন্দা।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর/আরএন