“খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাও” শ্লোগানে মুন্সীগঞ্জের মিরকাদিমে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের সামনে পরিবেশ সংস্থা “মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ” এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। এতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, মিরকাদিম পৌর এলাকার প্রধান খালগুলো দখল ও বর্জ্যে ভরাট হয়ে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়েছে। পাশের নয়নের খালসহ অন্যান্য জলাধারেরও একই অবস্থা দেখা যাচ্ছে। এর ফলে বর্ষাকালে তীব্র জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং মশাবাহিত রোগের কারণে নাগরিক জীবনে চরম ভোগান্তি তৈরি হচ্ছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত খাল পুনঃখনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও তারা নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কার, ময়লা অপসারণ এবং বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালুর গুরুত্ব উল্লেখ করেন। বক্তারা পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে স্থায়ী পরিবেশ রক্ষা উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহফুজ আহমেদ রিন্টু, সভাপতি, মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, ফাহমিদা নাজরিন (গ্রিন ভয়েস), মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, কবি তাহের মাহমুদ, জাহাঙ্গীর (মানব উন্নয়ন চেয়ারম্যান), আকলিমা, রিমন, শ. ম. কামাল, এবং মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর পলাশ।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা সতর্ক করে জানান, প্রশাসনিক প্রতিশ্রুতির বাইরে বাস্তব পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই নাগরিক আন্দোলন অব্যাহত থাকবে।
এমএইচএস/এসআর