BREAKING: |
নাটোরের গুরুদাসপুরে ভুয়া কাবিন রেজিস্ট্রার সনদ তৈরি ও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক ভুয়া কাজিকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গুরুদাসপুর পৌরসভার উত্তর নারিবাড়ি এলাকার মৃত কেফাত মোল্লার ছেলে মো. আব্দুল লতিফ কাজি (৫৪)। তার অফিস ও বাসায় তল্লাশি চালিয়ে ভুয়া রেজিস্ট্রার সনদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। পরে বিবাহ নিরোধ আইন অনুযায়ী, ধারা ২২৮ এর আওতায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযানে গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী সহায়তা করে।
স্থানীয়রা জানান, লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানো ও বিভিন্ন ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। তার শাস্তি কার্যকরের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে ও প্রতারণার প্রমাণ পাওয়ায় লতিফ কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
এমএ/আরএন