নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লাকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, 'ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে। নাটোরে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'
আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, 'সারাদেশে আমাদের অনেক নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আহম্মদ আলী মোল্লা একজন পরীক্ষিত, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তার গ্রেপ্তারে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।'
আহম্মদ আলী মোল্লার গ্রেপ্তারের খবরে তার নিজ এলাকা গুরুদাসপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নেতাকর্মীরা একে 'রাজনৈতিক হয়রানি' বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, 'আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে নানা উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।'
আহম্মদ আলী মোল্লার স্ত্রী ফেরদৌসী আকতার কনা বলেন, 'তিনি নির্দোষ এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।'
এমএ/এমএ