নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রান্তিক কৃষকের আধাপাকা ধানক্ষেতে আগাছানাশক ছিটিয়ে ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক নাজমুল হোসেন এ ঘটনায় গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃকাশো মৌজার ১০৭১ নম্বর খতিয়ানভুক্ত ১১.৩৩ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন নাজমুল হোসেন। তবে জমি ক্রয়ের পর থেকে প্রতিবেশী জরিপ আলী ওই জমির উপর পেনশান মামলা দায়ের করেন এবং এর জেরে নাজমুলের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগী নাজমুল হোসেন অভিযোগ করে জানান, জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে জরিপ আলী ও তার ভাই জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরেই তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শনিবার (২৬ এপ্রিল) রাতের কোনো একসময় অভিযুক্ত দুই ভাই মিলে নাজমুলের জমিতে আগাছানাশক ছিটিয়ে তার আধাপাকা ধান সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়।
কৃষক নাজমুল হোসেন বলেন, "শনিবার বিকালে জমির পরিচর্যা করে বাড়ি ফিরেছিলাম। পরদিন সকালে গিয়ে দেখি, সমস্ত ধানে আগাছানাশক ছিটিয়ে তা পুড়িয়ে দেয়া হয়েছে। এতে আমার প্রায় ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে।"
অভিযুক্ত জরিপ আলীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ক্ষতিগ্রস্ত কৃষক এখন ন্যায়বিচারের আশায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।
এমএএম/এসআর