এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার শামিত সোমকে একাদশে রাখেননি বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। শামিত মঙ্গলবার রাতে এসে গতকাল (বুধবার) মাত্র একটি অনুশীলন সেশন করেছেন। এ কারণে কোচ তাকে একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছেন। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার।
গোলরক্ষকের ভূমিকায় স্বাভাবিকভাবেই থাকছেন মিতুল মারমা। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে একাদশে নেই। তার জায়গায় সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন শাকিল আহাদ তপু, তার সঙ্গী তারিক কাজী। দুই ফুলব্যাক হিসেবে থাকছেন দুই ভাই তাজ উদ্দিন ও সাদ উদ্দিন।
আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ অনূর্ধ্ব-২৩ দলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনিই একমাত্র নতুন মুখ। অনুশীলনেও ভালো করায় কোচ তার পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও একাদশে রাখেননি। তার জায়গায় ভরসা রেখেছেন অভিজ্ঞ সাদ উদ্দিনের ওপর।
জামাল ভূঁইয়া বাছাইয়ের আগের দুই ম্যাচেও একাদশে ছিলেন না, আজও নেই। ফলে মিডফিল্ডে নেতৃত্ব থাকবে সোহেল রানার হাতে। একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনিই, তাই আর্মব্যান্ড উঠছে তার হাতে। বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বে পরিবর্তন নতুন কিছু নয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী থাকছেন মিডফিল্ডের মূল দায়িত্বে, তার সঙ্গে থাকবেন সোহেল রানা। উইংয়ে থাকবেন ফয়সাল আহমেদ ফাহিম এবং অধিনায়ক সোহেল রানা। কোচ ক্যাবরেরা ৪-৪-২ ফরমেশনে ফিরেছেন। ফরোয়ার্ড হিসেবে থাকছেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন।
গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ খেলেছিল, সেখান থেকে হংকংয়ের বিপক্ষে দলে এসেছে ৫টি পরিবর্তন। সেই একাদশ থেকে বাদ পড়েছেন তপু বর্মণ, শামিত সোম, কাজেম, ফাহমিদুল এবং হৃদয়।
তবে ক্যাবরেরার গঠন করা ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রশ্ন উঠেছে। সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ পুরোপুরি ফিট না হওয়ায়, শাকিল আহাদ তপু ও তারিক কাজীর মধ্যে কেউ ইনজুরিতে পড়লে ভালো ব্যাকআপ থাকবে না। কারণ, মেহেদী মিঠু ও জাহিদ হোসেন শান্তর মতো দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে স্কোয়াডে রাখা হয়নি।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, মো. সোহেল রানা (অধিনায়ক), সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন, রাকিব হোসেন।
আরএন