Thursday | 9 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 9 October 2025 | Epaper
BREAKING: সেফ এক্সিট খুঁজছি না, বাকিটা জীবন দেশেই কাটাবো: পরিবেশ উপদেষ্টা      রসায়নবিজ্ঞানে নোবেল জয়ী তিন বিজ্ঞানী      শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা      হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামে মহাসড়ক অবরোধ      ভারতে বাসের ওপর আছড়ে পড়লো পাথর, নিহত ১৮       ইংল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ       জয় দিয়ে কিশোরীদের দুবাই সফর শুরু      

আফগানিস্তানের বিপক্ষে ২২১ রানে অলআউট বাংলাদেশ

Published : Wednesday, 8 October, 2025 at 10:10 PM  Count : 26

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস থেমে গেল ২২১ রানে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও উইকেট ছিল হালকা সবুজ এবং বোলারদের জন্য সহায়ক, তবু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংকেই বেছে নেন।


শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশইনিংসের চতুর্থ ওভারে টানা তিন বলে ক্যাচ তোলেন অভিষিক্ত সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। প্রথম দুটি সুযোগ হাতছাড়া হলেও তৃতীয়টি কাজে লাগান রহমানুল্লাহ গুরবাজতানজিদ ১০ বলে ১০ রান করে ফিরে যান।


এরপর নাজমুল হোসেন শান্ত নামেন কিন্তু তিনিও ব্যর্থ। মাত্র ৫ বল খেলে ২ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ক্যাচ দিয়ে ফিরেন শহিদির হাতে। দলীয় রান তখন ২৫।


তৃতীয় উইকেটে সাইফ হাসান ও তাওহিদ হৃদয় ২৮ রানের জুটি গড়েন। তবে সাইফও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৬ রান করে নানগেলিয়া খারোতের বলে রশিদ খানের হাতে ধরা পড়েন তিনি। স্কোর তখন ৫৩/৩।


এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয়মেহেদী হাসান মিরাজমিডল অর্ডারে এই দু’জন গড়েন ১০১ রানের চমৎকার একটি জুটি। হাফ সেঞ্চুরি করেন উভয় ব্যাটারই। হৃদয় করেন ৮৫ বলে ৫৬ রান। তবে, রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন তিনি। তখন দলের রান ১৫৪।


মিরাজ এরপর কিছুটা লড়াই চালিয়ে যাননুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন, তবে ৮৭ বলে ৬০ রান করে তিনিও ফিরে যানএরপর আর কেউই ইনিংস টানতে পারেননি


নুরুল হাসান করেন ৭ রান, জাকের আলি অনিক ১০। তানজিম হাসান সাকিব ইনিংসের শেষ দিকে ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, নাহলে ২০০ রানও স্পর্শ করা কঠিন হতোতানভির ইসলাম করেন ১১, হাসান মাহমুদ ৫ এবং তাসকিন আহমেদ অপরাজিত থাকেন ৪ রানে।


আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাইরশিদ খান নেন ৩টি করে উইকেটএএম গজনফর পান ২টি এবং নানগেলিয়া খারোত ১টি উইকেট নেন


অসাধারণ একটি জুটি গড়েও ২২১ রানে অলআউট হওয়াটা হতাশাজনকই বাংলাদেশের জন্য


আরএন

সম্পর্কিত   বিষয়:  বাংলাদেশ   আফগানিস্তান  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close