BREAKING: |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ১ হাজার ৯৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আজমপুর বিওপি’র টহলদল আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় ১ হাজার ৯৭২ পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯১ হাজার ৬০০ টাকা।
আটককৃত ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে।
এসআর/আরএন