BREAKING: |
নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শমসের আলী (৫০) নামের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর এক মাঠ সংগঠক মারা গেছেন। বুধবার বিকেলে উপজেলার আনন্দনগর (রূপপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শমসের আলী ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং বিআরডিবির ‘সদাবিক’ প্রকল্পে মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়িতে গরুর খামারে বিদ্যুৎচালিত মোটর দিয়ে গরুকে গোসল করাতে গিয়ে শমসের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) হাসানুজ্জামান জানান, শমসের আলী সদাবিক প্রকল্পের একজন নিষ্ঠাবান মাঠ সংগঠক ছিলেন। তার মৃত্যুতে বিআরডিবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এসআই/আরএন