রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জামায়াত-শিবিরের এক কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাউলাগঞ্জ বাজারে বড়শশী ও চিলাহাটি ইউনিয়নের সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহম্মেদ তুহিন, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটনসহ অন্যরা।
বক্তারা মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সূত্রে জানা যায়, গত সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ভাউলাগঞ্জ বাজারে রাজনৈতিক তর্কের এক পর্যায়ে জামায়াত কর্মী সোহেল মাহমুদ (৩৫) মুক্তিযোদ্ধা এস. এম. শাহাদুল ইসলাম (৮০)-এর ওপর হামলা চালান।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে মুক্তিযোদ্ধা শাহাদুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জামায়াত কর্মী সোহেল মাহমুদের পাশাপাশি তার দুই সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলাম-এর নাম উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত সোহেল মাহমুদ ইসলামী ছাত্রশিবিরের ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জামায়াতে ইসলামী’র সক্রিয় কর্মী।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা বলেন, “জামায়াতের ওই কর্মী তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে অপমানজনক মন্তব্য করছিলেন। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মারধর করেন।”
অন্যদিকে অভিযুক্ত সোহেল মাহমুদ দাবি করেন, “তিনি (মুক্তিযোদ্ধা) জামায়াতে ইসলামী নিয়ে কটূক্তি করেছিলেন। আমি প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়।”
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “ শাহাদুল ইসলাম নামে একজন অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এইচসিআর/এসআর