BREAKING: |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।
এসএস/আরএন