বুধবার (৮ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ।
ঘটনাটি সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা দায়িত্ব শেষ করেও বাড়ি ফিরতে পারেননি।
সিলেটের গণমাধ্যমকর্মী মামুন হোসেন বলেন, “দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজের খবর সংগ্রহের সময় দেখেছিলাম মোজাম্মেল হক অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে উদ্ধার কাজের দিকনির্দেশনা দিচ্ছেন। তার দায়িত্ব ও কর্তব্যবোধ আজও চোখে ভাসে, যা সাধারণত খুব কমই দেখা যায়।”
কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করার জন্য কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
এদিকে, দুর্ঘটনার বিষয়টি কুলাউড়া থানা ও রেলওয়ে থানা জানেন না বলে সংশ্লিষ্টরা জানান।