BREAKING: |
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে স্থানীয় অবাইদুরের দোকানে এই ঘটনা ঘটে। আহত যুবক মোহাম্মদ সবুজ মিয়া (৩৮) রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ মিয়ার সঙ্গে রহিছ মিয়া ও সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলছিল। ওই রাতে অবাইদুরের দোকানে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সাদ্দাম, রহিছসহ আরও পাঁচ-সাতজন মিলে সবুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয়।
অভিযুক্তরা নলগড়া গ্রামের বাসিন্দা, মৃত তাজু মিয়ার ছেলে সবুজ মিয়া এবং রহিছ মিয়া আব্দুল বারেকের ছেলে।
ভুক্তভোগীর মা কুলসুমা আক্তার অভিযোগ করেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। অন্য কোথাও আঘাত করলে মেনে নেওয়া যেত, কিন্তু যেভাবে আঘাত করা হয়েছে, তা স্পষ্টভাবে হত্যার উদ্দেশ্যপ্রণোদিত।”
হামলার পর স্থানীয়রা গুরুতর আহত সবুজ মিয়াকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সুবীর সরকার জানান, “সবুজ মিয়ার শরীরের সংবেদনশীল স্থানে গুরুতর আঘাত হয়েছে। প্রাথমিক সার্জারি ও সেলাই করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।”
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একে/আরএন