ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে আছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
যেসব হলের ফলাফল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।
রাত সাড়ে ৪টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।
এর আগে রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। ভোর সাড়ে ৪টা পার হলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান।
বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ছাত্রশিবির-সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৬৪৪ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।
কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১,২৭০ ভোট পেয়েছেন। ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট। এ হলে আবিদুল চতুর্থ স্থানে রয়েছেন।
ফজলুল হক মুসলিম হলে ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এ হলে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সাদিক কায়েম এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৯৬৬ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।
শামসুন্নাহার হলে ভিপি পদে ১,১১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির-সমর্থিত সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রশিবির-সমর্থিত সাদিক কায়েম এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৮৪১ ভোট। এ হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।
রোকেয়া হলে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম ১,৪৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ হলে ছাত্রদল-সমর্থিত আবিদুল ইসলাম খান চতুর্থ স্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ৫৭৫ ভোট।
জগন্নাথ হলে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ১,২৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ হলে ছাত্রশিবির-সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।
সার্জেন্ট জহুরুল হক হলে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার কাছাকাছি অবস্থানে আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ৩১৪ ভোট।
এসএম হলেও সাদিক কায়েম এগিয়ে আছেন। ভিপি পদে তিনি ভোট পেয়েছেন ৩০৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১১০ ভোট।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।
আরএন