ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক তর্ক-বিতর্ককে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে টর্চলাইটের আলোয় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার উত্তর সুহিলপুরে চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে তুচ্ছ বিষয় নিয়ে চড় মারেন। এরপর থেকে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার মাগরিবের পর নন্দনপুর বাজারে সালিশ বৈঠকে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপরই শুরু হয় হাতাহাতি পরে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। বাজার এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সদর থানার পুলিশ সদস্য জিয়াউরসহ কয়েকজন আহত হন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'
এসআর/এমএ