ভোলার মনপুরায় পুলিশ ঢাকা থেকে আনা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে। এ ঘটনায় মোসলেহউদ্দিন নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মনপুরা থানার ওসি আহসান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার সংলগ্ন মোসলেহউদ্দিনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টায় শিশুটিকে দেখভালের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়।
ওসি জানান, মোসলেহউদ্দিন উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের আবদুস শহীদের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকার মহাখালী থেকে এক পাগলের কাছ থেকে শিশুটিকে পেয়েছেন এবং মনপুরা আনা হয়েছে লালন-পালনের জন্য।
উদ্ধার হওয়া শিশুটির পরিধানে রয়েছে গোলাপি রঙের থ্রি-কোয়াটার প্যান্ট ও সাদা-গোলাপি ফুলহাতা গেঞ্জি। শিশুর মাথায় সদ্য গোজানো ছোট ছোট চুল রয়েছে।
ওসি আহসান কবির আরও জানান, পুলিশ সকাল থেকে শিশুটির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। তবে এখনও শিশুটির পরিচয় নিশ্চিত হয়নি। শিশুটিকে দেখভালের জন্য মনপুরা সমাজসেবা অফিসে দায়িত্বপ্রাপ্ত শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মেহেদী হাসানের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান রবিন জানান, উদ্ধার হওয়া শিশুটিকে দেখভালের জন্য হস্তান্তর করা হয়েছে। পুলিশ মোসলেহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এটিজে/ এসআর