পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় একদিনের ব্যবধানে ফের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার জুনিয়া গ্রামে শনিবার মাগরিবের নামাজ শেষে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পর পর দুই দিনে দুই খুনের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত আসমা আক্তার (৪৫) ওই গ্রামের আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
জানা যায়, শনিবার সন্ধ্যায় নামাজ শেষে ঘরে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত আলমগীর হোসেন হাওলাদারের বাড়িতে ঢুকে তার স্ত্রী আসমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় ঘরে আর কেউ উপস্থিত ছিলেন না। পরে নিহতের ছেলের স্ত্রী ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আসমার মরদেহ দেখতে পান।
নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, “মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসেছিলেন আসমা। কিছুক্ষণ পর তার ছেলের স্ত্রী ঘরে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন।”
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে, জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
গত শুক্রবার (২৯ অগাস্ট) সকালে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে কুপিয়ে হত্যা করা হয়।
আরএম/এমএ