নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স ভাড়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের বিধান অনুযায়ী প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে ভাড়া নেয়ার নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের কাছ থেকে প্রাইভেট অ্যাম্বুলেন্সের সমপরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে।
জানা গেছে, গুরুদাসপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে প্রায় ৩৫০০ টাকার তেল লাগে বলে কর্তৃপক্ষ দাবি করে পুরো টাকা রোগীর পরিবারকে দিতে বাধ্য করছে। অথচ সরকারি নীতিমালায় এই পথে যাতায়াতে সর্বোচ্চ ভাড়া পড়ার কথা এক হাজার টাকারও কম।
স্থানীয় ভুক্তভোগী রোগীর স্বজনরা অভিযোগ করেন—সরকারি অ্যাম্বুলেন্সের জন্য আমরা আশা করেছিলাম কম খরচে সেবা পাবো। কিন্তু এখানে প্রাইভেট গাড়ির মতো একই টাকা দিতে হয়েছে। গরিব মানুষের জন্য এই সেবা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
অন্যদিকে, বিষয়টির প্রতিবাদ জানিয়ে গুরুদাসপুর প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। এর প্রতিবাদ করায় সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতি জানিয়েছে—সরকারি নির্ধারিত ভাড়া অমান্য করে অতিরিক্ত টাকা আদায় করা জনস্বার্থবিরোধী। এই অন্যায় ব্যবসার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে প্রশাসনের কাছে সঠিক ভাড়া বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
স্থানীয়রা বলছেন, সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পমূল্যের সেবা যথাযথভাবে বাস্তবায়ন করলে গরিব ও অসহায় মানুষ উপকৃত হবেন। অন্যথায় এ ধরনের ভাড়া অনিয়ম সাধারণ রোগীদের আরও ভোগান্তিতে ফেলবে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এমএ/আরএন