ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৫টি জাল নোটসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে।
রোববার দুপুরে গোপন সূত্রে খবরে উপজেলার সদর ইউনিয়নের মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. কামাল মিয়া (৪০), সমন মিয়া (৩৮) এবং মো. হাবিব (২৫)। তারা সবাই বেলুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গোপন সূত্রে খবরে সদর ইউনিয়নের মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজারে জাল নোট বিক্রি করার জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এ সময় তিন জনকে আটক করা হয়। মো. জুরু মিয়া (৩৬) নামের একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় তাদের নিকট থেকে মোট ১২ হাজার ৫০০ টাকার (২৫টি ৫০০ টাকার নোট) জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাসিরনগর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকেও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এসআর/এমএ