অক্ষরকে ভ্রুণে মেরে ফেল যেন
না ফলায় শব্দের ফসল;
শব্দকে সটান ফেলে রেখ ঠাঁই যেন
না করে নড়নচড়ন;
বাক্যেকে বাক্সবন্দী না করলে কেমনে
দেখাবে সাপের খেল;
বৈদ্যের সব জাদু-মধু ঝাঁপির আড়ালে
আরো আরো সুন্দর;
মাথায় মণি বিষের ফণা পুষেছি মনে মনে
সেই তিপ্পান্ন বছর!
এতদিন পরে কল্কেতে ভরেছি খাম্বুরা তামুক
মৌ মৌ সুঘ্রাণ;
হুক্কার জলে ঘূর্ণি স্রোতে গুড়গুড় আওয়াজ
উতলা উচাটন মন;
এ আমার সামান্য চাওয়া-রক্তপান বংশের দোষ বলতেই পারেন;
পুরো মানচিত্র গিলে খেয়ে ঢেকুর না তোললে,
না আঁকলে আলপনা-এক ভূগোল রক্ত ছাড়া
আমার আবার তৃষ্ণা মিটে না।
এমএ