খুলনা থেকে ফরিদপুরের সার্কিট হাউসে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তারা সার্কিট হাউসে অবস্থান নেন। তাদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে ফরিদপুরকে ইতোমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে ফরিদপুর প্রশাসন।
সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে, পদযাত্রা সহকারে শহরের জনতা ব্যাংক মোড়ের সমাবেশ স্থলে পৌঁছাবেন নেতা ও কর্মীরা।
এদিকে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন, এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে। পুলিশ, গোয়েন্দা বাহিনী, কোস্ট গার্ড, র্যাব এবং সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
ফরিদপুরে জুলাই মাসের পদযাত্রায় শহরের জনতা ব্যাংকের মোড়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পদযাত্রা শেষে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা সভাপতিত্ব করবেন।
ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা জানিয়েছেন, গতকাল গোপালগঞ্জের কর্মসূচি শেষে ফরিদপুরের পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে খুলনা থেকে নেতারা গাড়ি বহর নিয়ে রওনা হয়ে যশোর পেরিয়েছেন। শীঘ্রই নেতারা ফরিদপুরে প্রবেশ করবেন এবং সার্কিট হাউসে অবস্থান নেবেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে এসে বক্তব্য রাখবেন। এরপর জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে আলোচনা করবেন।
পদযাত্রায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ উপস্থিত থাকবেন। তাদের বহরের সঙ্গে ১৬০ জন নেতাকর্মীও উপস্থিত থাকবেন।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ জন ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
আরএন