শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে হোঁচট খেয়ে শুরু করলেও টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর বাকি দুই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তোলে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশাঙ্কা। দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদি, মাত্র ১১ রানে তুলে নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন পারভেজ ইমন। তবে বিপর্যয় সামাল দেন লিটন দাস ও তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তারা। অধিনায়ক লিটন করেন ২৬ বলে ৩২ রান।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তানজিদ। ঝড়ো ফিফটি তুলে নিয়ে ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ জয় পায় ১৬ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়ে।
এর আগে বোলিংয়ে শুরুটা করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারে ফেরান কুশল মেন্ডিসকে। এরপর স্পিন আক্রমণে নেতৃত্ব দেন শেখ মেহেদি। দ্বিতীয় ওভারে কুশল পেরেরা এবং পরের ওভারে দীনেশ চান্দিমালকে ফিরিয়ে দেন তিনি। এরপর ইনফর্ম অধিনায়ক চারিথ আসালঙ্কাকেও ৩ রানে বোল্ড করে দেন মেহেদি।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে একমাত্র প্রতিরোধ গড়েন নিশাঙ্কা (৪৬) ও শেষে দাসুন শানাকা, যিনি ২৫ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। তবে দলীয় সংগ্রহ খুব একটা বড় হয়নি বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে।
ম্যাচের সেরা শেখ মেহেদি ৪ উইকেট নেন মাত্র ১১ রানে। শরিফুল, মুস্তাফিজ ও শামীম নেন একটি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ট্রফি জয়ের আনন্দে ভাসলো বাংলাদেশ দল।
আরএন