আষাঢ়ে থৈ থৈ আউলা মন ভেসে বেড়ায় আউশধানে
ডুবে ভাসে জলের সাথে ঢেউয়ের খেলা
প্রাণের নাচন শাপলা শালুক পদ্মপাতার ভালোবাসা।
মেঘের নাচন বাহাদুরি দেখছি এখন আকাশ জুড়ে
সব উড়ে যায় পাখির বাসা শূন্যে মিলায়
সখ্য গড়ে একটু ঠাঁই মিলবে সত্যি ঘাসের ডগায়।
ডুবছি আমি ভাসছো তুমি জলের কোলে
আবার ডুবি গহীন তলে মুঠো ভরে রতন মানিক
দু'হাত মেলে বিলিয়ে দেই ভালোবাসা বিদ্যুৎ ঝিলিক।
ঐটুকুতে মন ভরে না ভাসিয়ে নাও আমায় তুমি
তোমার মতো বাদাম তোলে নৌকা ভাসাও
মুক্ত বাতাস উদাস বাউল বাঙলার গান গেয়ে বেড়াও।
এমএ