BREAKING: |
লক্ষ্মীপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব ও মোফাচ্ছেল। মামলাটি তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
শনিবার (৫ জুলাই) সকালে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মামলার বাদী তাসলিমা আক্তার।
এর আগে, গত ১৭ মে স্বামী নুর আলমকে হত্যার অভিযোগ এনে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলাটিতে রিয়াজ নামের একজন বর্তমানে কারাগারে রয়েছেন। এজাহার অনুযায়ী, আইয়ুব ও মোফাচ্ছেল মামলার অন্যান্য আসামি।
জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের মাঝেরচর এলাকার খোকন বাজারে গত ১৬ মে চা দোকানি নুর আলমকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার হাত, মুখ ও পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে একটি নির্মাণাধীন ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার ১ নম্বর আসামি রিয়াজ ডাকাতকে গ্রেপ্তার করে, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। পরবর্তীতে বাদী আরও দুইজনের নাম যুক্ত করেন—হারিছ আহমেদের ছেলে আইয়ুব এবং রিয়াজের ভাই মোফাচ্ছেল।
তাসলিমার অভিযোগ, এই দুই আসামি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনি বলেন, “পূর্ব শত্রুতার জেরে রিয়াজ ও তার সহযোগীরা আমার স্বামীকে হত্যা করেছে। আমি থানায় মামলা করলে রিয়াজকে পুলিশ গ্রেপ্তার করলেও আইয়ুব ও মোফাচ্ছেল এখনো ধরা ছোঁয়ার বাইরে। তারা বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। আমি চার সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।”
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, “প্রথমে একজনকে আসামি করে মামলা দায়ের করেন তাসলিমা আক্তার। পরে আরও দুইজনের নাম উল্লেখ করেন তিনি। আমরা তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেব। বাদীকে হুমকি দেওয়ার বিষয়ে আমার জানা নেই।”
আরএইচ/আরএন