১
জ্ঞানতত্ত্বের কথা– থিসিস এবং এন্টিথিসিস প্রক্রিয়ায় বেলা শেষে সিনথেসিসে পৌঁছে থিতু হওয়া।
আমরা মহাজ্ঞানী– বার বার একই থিসিস থেকে শুরু করি।
২
রাজনীতির কথা– ক্ষমতা দখলের জন্য শক্তি অর্জন করা, ক্ষমতায় যাওয়ার কৌশলে শক্তি প্রয়োগ করা এবং ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা।
আমরা মহারাজনীতিবিদ– সব সময় পরিস্কার রাখি আঙ্গিনা, কচি পাতা জাগার সাথে সাথেই করি ভূপাতিত।
৩
রাজনীতির স্লোগান– ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’।
আমরা সৃজনশীল– তাই, সবটুকু সুন্দর উল্টো স্রোতেই পাই।
৪
জনতার কথা– মেষের মতো কচি ঘাসে মুখ ডুবিয়ে থাকা। সূর্যের তেজ বেশি হলে দল বেঁধে বেয়াড়া হওয়া।
আমাদের কপাল– বার বার বেয়াড়া হয়ে বুঝি, একটাই গেইট থাকে খোলা।
৫
রাষ্ট্র হলো– বাড়ির পাশে থাকা জঙ্গল, যেখানে সবাই হৈ-হল্লা করে বেঁচে থাকে।
কেউ কেউ বেশি লম্বা হলে– আনুভূমিক ভাবে বের হয়ে আসে শব্দহীন, স্থির।
৬
বাংলাদেশের বাস্তবতা– স্বাধীন রাষ্ট্র, গাছের চেয়ে আগাছা পরগাছা বেশি, সাপের স্বর্গরাজ্য।
সাপের বিষ মহামূল্যবান– ভূগোলের ওপারে উহার কদর আরো বেশি, তাই তো বাহাত্তরে নষ্ট করিনি বীজ।
৭
বাংলাদেশের শাসকগণ– প্রথমে মিনমিনে বিড়াল স্বভাব। দুধে ভাতে ডুবে থেকে, নরম উষ্ণ বিছানায় শুয়ে শুয়ে বেশ নাদুস নুদুস।
এরপর গজায় বাঘের নখর– নওল অবস্থায় চলে শিকার ধরার মক টেস্ট, আস্তে আস্তে বিস্তার করে বৃত্ত– জাল ফেলে একটা একটা করে ধরে আর খাচিতে ভরে।