চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সঠিক ভাবে না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, দালাল চক্রের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম চলে আসছে। এসব কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সম্প্রতি গোপনে কিছু টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগবিধি লঙ্ঘন করে করা হয়েছে। এছাড়া বহু বছর ধরে একই স্টেশনে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন দায়িত্বে অবহেলা করছেন এবং নানা অনিয়মের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছেন।
সমাজকর্মী ও ভুক্তভোগী বালী তাইফুর রহমান তূর্য বলেন, এই হাসপাতাল এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে কর্তব্যে গাফিলতি করছেন এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন।
তিনি দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিত ভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তার (ডা. শিউলী পারভীন) বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসআই/এমএ