ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পেও নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সোমবার (১৬ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, “ইরান-ইসরায়েল সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের পোশাকশিল্পে। একইসঙ্গে, বৈশ্বিক ক্রেতারাও তাদের ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে পারেন।”
তিনি আরও বলেন, “পোশাক খাত এমনিতেই বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি, এবং অভ্যন্তরীণ নানা সমস্যার চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়া শিল্পের সামনে আরও অনিশ্চয়তা এবং ঝুঁকি সৃষ্টি করছে।”
নতুন নেতৃত্বে এই সংকট মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রতি অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ইউরোপ ও আমেরিকান বাজারে পোশাক রপ্তানির ওপর যুদ্ধ বা অর্থনৈতিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে।
এসআর