নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজি, রাহাজানি ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১২টার পর উপজেলার বিয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট গ্রামের মজিবর রহমানের ছেলে মিন্টু (১৮) এবং মো. শাকিল (১৯)।
নাটোরে সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিয়াঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের একদল সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে। স্থানীয়দের অভিযোগ, এই গ্যাংটি নিয়মিত চাঁদাবাজি, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং রাহাজানির মতো অপরাধে লিপ্ত।
ঘটনার রাতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়রা সেনাবাহিনীর ক্যাম্পে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটকের পর সেনাবাহিনী তাদের থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ তৎপরতায় স্বস্তি প্রকাশ করে বলেন, “কয়েকদিন ধরেই এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গিয়েছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এলাকাকে অপরাধমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হবে।
এমএ/আরএন